Site icon Jamuna Television

ক্রিকেটীয় চেতনার কোন ধারা ভেঙেছে অস্ট্রেলিয়া, সাইমন টফেলের জিজ্ঞাসা

ছবি: সংগৃহীত

লর্ডস টেস্ট শেষ। তবে শেষ হয়নি পঞ্চম দিনে জনি বেয়ারস্টোর আউট নিয়ে সৃষ্ট বিতর্কের পক্ষে-বিপক্ষের আলোচনা। এবার সেখানে যোগ দিলেন আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টফেল। লিংকডইনে একটি পোস্টে তিনি জানতে চেয়েছেন, অ্যালেক্স ক্যারির করা জনি বেয়ারস্টোর স্ট্যাম্পিংয়ের মাধ্যমে ‘স্পিরিট অব ক্রিকেট’ বা ক্রিকেটীয় চেতনার কোন ধারা ভঙ্গ করেছে অস্ট্রেলিয়া। ক্রিকইনফোর খবর।

এমসিসির আইন প্রণয়নকারী সাব কমিটির বর্তমান সদস্য সাইমন টফেল তার পোস্টে বলেন, লর্ডস টেস্টে বেয়ারস্টোকে আউট করার মাধ্যমে অস্ট্রেলিয়া ক্রিকেটীয় চেতনার কোন ধারা ভেঙেছে? এই প্রশ্নটিই আমি গত কয়েকদিনে শুনে আসছি। তাই ভেবেছি, প্রকাশ্যে কিছু প্রশ্ন করেই এ ব্যাপারে আমার ভাবনার কথা প্রকাশ করবো।

সাইমন টফেল যোগ করেন, কিছু লোক এবং গোষ্ঠীর ভণ্ডামি এবং নীতিগত ধারাবাহিকতার অভাব খুবই অদ্ভুত এবং উদ্বেগজনক। তাদের কাছে হয়তো আমার কথাকে অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে। ভালো খবর হচ্ছে, আমরা এখনও এই খেলার সেরা ভার্সন, টেস্ট ক্রিকেটের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছি।

আরও পড়ুন: বেয়ারস্টোর আউট ও ‘স্পিরিট অব ক্রিকেট’ এ বিভক্ত ক্রিকেট বিশ্ব

/এম ই

Exit mobile version