সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নতুন স্থায়ী সদস্য হয়েছে ইরান। মঙ্গলবার (৪ জুলাই) সম্মেলনে নতুন স্থায়ী সদস্য হিসেবে ইরানের নাম ঘোষণা করা হয়। খবর এনডিটিভির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ বাকি সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন।
এ সময় ইরানের প্রেসিডেন্ট এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, এসসিওতে ইরানের উপস্থিতি জোটভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমন্বিত নিরাপত্তা ও টেকসই উন্নয়নে একটি ক্ষেত্র তৈরি করবে।
/এমএন

