Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে আপনি যা করতে পারেন

সাধারণত এপ্রিল-অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন-সেপ্টেম্বর এই চার মাসকে মূল মৌসুম হিসেবে বিবেচনা করে থাকেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু জ্বরের প্রধান কারণ এডিস মশার কামড়, এটি কারও অজানা নয়। ফলে মশা নিয়ন্ত্রণই হতে পারে ডেঙ্গু থেকে পরিত্রাণের সর্বোত্তম উপায়। এডিস মশার জন্ম ও বংশ বিস্তারের প্রক্রিয়া বিবেচনায় নিলে শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগে তা নিয়ন্ত্রণ দুরূহ বিষয়। বরং কীটতত্ত্ববিদদের মতে, ব্যক্তি পর্যায়ে এডিস মশার বংশ বিস্তার রোধ বয়ে আনতে পারে উল্লেখযোগ্য সাফল্য।

ডেঙ্গু থেকে রক্ষা পেতে আপনি যা করতে পারেন 

কীটতত্ত্ববিদরা জোর দিয়ে বলছেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব নয়। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে পরিছন্নতা অভিযান পরিচালনা করলে দ্রুত মিলতে পারে সুফল।

এটিএম/

Exit mobile version