Site icon Jamuna Television

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৫৮৪

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৮৪ জন। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন।

বুধবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮২ এবং ঢাকার বাইরের ২০২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো এক হাজার ৯১১ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৫৫ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আট হাজার ৪৮২ জন। মারা গেছেন ৬২ জন।

/এমএন

Exit mobile version