Site icon Jamuna Television

বৃষ্টিতে বন্ধ খেলা, এগিয়ে আফগানরা

ইএসপিএন ক্রিকইনফো থেকে সংগৃহীত ছবি।

চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডের খেলা কমিয়ে আনা হয়েছে ৪৩ ওভারে। টাইগার স্কোয়াডের একমাত্র তাওহীদ হৃদয় ছাড়া দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৯ উইকেটে মাত্র ১৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ডাকওয়র্থ লুইস পদ্ধতিতে আফগানদের টার্গেট দাড়ায় ১৬৪ রান। শেষ খবর পর্যন্ত আফগানদের স্কোর ২ উইকেটে ৮৩ রান। আর, খেলা না হলে ডিএল মেথডে ম্যাচ জিতবে আফগানিস্তান।

বুধবার (৫ জুলাই) দুপুরে ব্যাটিং করতে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৩ রান করে তামিম ফেরেন ফারুকির শিকার হয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাস আর নাজমুল শান্ত গড়েন ৩৫ রানের জুটি। তবে ৭ রানের ব্যবধানে এই দু’জনের বিদায়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

এরপর, সাকিব-মুশফিক ও আফিফ ব্যর্থ হলে ১২৮ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। একাই লড়াই চালিয়ে যান তরুণ তাওহীদ হৃদয়।

দ্বিতীয় দফার বৃষ্টিতে ১ ঘন্টা ২৪ মিনিট ম্যাচ বন্ধ থাকলে কাটা পড়ে ৭ ওভার। অন্যরা ব্যর্থ হলেও নিজের অষ্টম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নেন হৃদয়। তিনি করেন ৫১ রান। তার এ ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

জবাবে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন গুরবাজ ও জাদরান। গুরবাজকে সাকিব ও রহমতকে আউট করেন তাসকিন।

/এসএইচ

Exit mobile version