Site icon Jamuna Television

লুইজিয়ানায় ম্যাস শুটিংয়ে নিহত অন্তত ৪

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। লুইজিয়ানায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজনে গুলি চালায় এক বন্দুকধারী। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। খবর সিএননের।

বুধবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করে লুইজিয়ানার স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে একশ জনের মতো মানুষ জড়ো হয়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে। হঠাতই সেখানে অস্ত্র হাতে নিয়ে প্রবেশ করে এক দুর্বৃত্ত। ছুঁড়তে থাকে এলোপাতাড়ি গুলি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন।

পরে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। এ ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে। হামলার কারণ জানতে চলছে তদন্ত।

/এসএইচ

Exit mobile version