Site icon Jamuna Television

তামিমের রহস্যময় সংবাদ সম্মেলন, বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে?

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। এমন ধাক্কা সামলে ওঠার আগেই  হঠাৎই রহস্যময় এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল! অনানুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনের হেতু নিয়ে তামিমের পক্ষ থেকে সরাসরি কিছু বলাও হয়নি। এমনকি সেটির স্থানও স্পষ্ট করা হয়নি।

প্রথম ওয়ানডের আগেই আলোচনায় তামিম ইকবাল। সম্পূর্ণ ফিট নন, তারপরও প্রথম ওয়ানডে খেলতে চান দেশসেরা এই ওপেনার- ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন এমন কথা। যা শুনে গণমাধ্যমের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, এ ইস্যুতে খুশি ছিলেন না বাংলাদেশ দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে!

আগের সেই সংবাদ সম্মেলনের ৪৮ ঘণ্টা যেতেই আরেকটা সংবাদ সম্মেলন! তবে এটা বাংলাদেশ দলের কোনো অফিসিয়াল প্রেস কনফারেন্স নয়, ওয়ানডে অধিনায়কের নিজের ডাকা সংবাদ সম্মলেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় তামিম ইকবাল নিজেই চাইছেন গণমাধ্যমের মুখোমুখি হতে। কিন্তু, আকস্মিক এ সংবাদ সম্মলনের কারণ কী?

তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। গুঞ্জন, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। তবে এ ঘোষণাও যদি না দেন তামিম, তা হলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।

/আরআইএম

Exit mobile version