Site icon Jamuna Television

নথি ফাঁস ঠেকাতে নিরাপত্তা বাড়াচ্ছে পেন্টাগন

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রে স্পর্শকাতর সরকারি নথি ফাঁস ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে পেন্টাগন। বুধবার (৫ জুলাই) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। খবর এপির।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে পেন্টাগনের নীতিমালা ও কার্যক্রম নিয়ে ৪৫ দিনের পর্যবেক্ষণ শেষে এ সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। এ লক্ষ্যে নিরাপত্তা নীতিতে পরিবর্তন ও সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নজরদারি বাড়াতে আছে জনবল নিয়োগের পরিকল্পনাও। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সীমিত করার কথাও বলা হয়। অতি গুরুত্বপূর্ণ ও গোপন নথি রয়েছে, এমন স্পর্শকাতর এলাকায় ইলেকট্রনিক ডিভাইস পুরোপুরি বন্ধের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা খাতে খরচ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে মার্কিন প্রশাসনের।

সম্প্রতি, সরকারি সংরক্ষণাগার থেকে বেশ কিছু নথি হারানো ও ফাঁসের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় সংস্কার ও কড়াকড়ির নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

/এসএইচ

Exit mobile version