Site icon Jamuna Television

লক্ষীপুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

ফাইল ছবি

লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আবু ছায়েদ নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে শহরের সিটি হাসপাতালে অপারেশনের ৬ ঘণ্টা পর আবু ছায়েদ মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

নিহতের ছেলে জানান, পায়ের ফোঁড়া অপারেশনের জন্য বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে তার অপারেশন করেন হাসপাতালের পরিচালক ডা. রাকিবুল আহছান। অপারেশনের পর ভোরের দিকে বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। হয় চিকিৎসক বা নার্সদের ডেকেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- চিকিৎসাজনিত কোনো ক্রুটিতে মৃত্যু হয়নি ওই রোগীর।

/এসএইচ

Exit mobile version