Site icon Jamuna Television

উয়েফা বর্ষসেরা ফুটবলার লুকা মডরিচ

উয়েফা বর্ষসেরা ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদের ও ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। সেরা ৪টি পুরস্কারই গিয়েছে রিয়াল মাদ্রিদের ঝুলিতে। তবে টানা তৃতীয় বারের মত বর্ষসেরা ফুটবলার হননি পর্তুগীজ ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ষসেরা নারী খেলোয়াড় হলেন পারনিলে হার্ডার।
মোনাকোতে রাত ১০ টায় অনুষ্ঠিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সেখানেই ঘোষণা হয় এই বর্ষসেরা খেলোয়ারের নাম।

চ্যাম্পিয়নস লিগ ২০১৭-১৮ মৌসুম সেরা গোলরক্ষক কেইলর নাভাস, সেরা ডিফেন্ডার সার্জিও রামোস, সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ, সেরা ফরোয়ার্ড হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

অপরদিকে গ্রুপ ড্রতে এ গ্রুপে আছে- অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মোনাকো। বি গ্রুপে বার্সেলোনা, টটেনহ্যাম, পিএসবি ইনধোভেন। সি গ্রুপে প্যারিস সেইন্ট জার্মেই, নাপোলি, লিভারপুল। ডি গ্রুপে রাশিয়া মস্কো, এফসি পোর্তো, এফসি সাল্কে, গালাতাসারাই। ই গ্রুপে বায়ার্ন মিউনিখ, বেনফিকা, এফসি আয়াক্স। এফ গ্রুপে ম্যানচেষ্টার সিটি, এফসি সাখতার দামেস্ক, অলিম্পিক লিয়ন, হোফেইনহ্যাইম। জি গ্রুপে রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকে মস্কো। এইচ গ্রুপে রয়েছে য়্যুভেন্টাস, ম্যানচেষ্টার ইউনাইটেড, ভেলেন্সিয়া।

এই অনুষ্ঠান উপস্থাপনা করেন রেশমিন চৌধুরি এবং পেদ্রো পিন্টো।

Exit mobile version