Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান পরিচালনায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী

আজ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মওসুমের ড্র। ৩২টি টিম কে কার বিরুদ্ধে খেলবে তা নির্ধারিত হবে আজ রাতেই। আর এই ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভুত এক নারী।

তার নাম রেশমিন চৌধুরী। বিটি স্পোর্টসের সাংবাদিক। বাংলাদেশের সিলেট থেকে লন্ডনে পাড়ি জমানো বাবা-মায়ের সন্তান রেশমিন ১৯৯৭ সাল থেকে বেশ সুনামের সাথে স্পোর্টস সাংবাদিকতা করছেন। বর্তমানে খ্যাতিমান বিটি স্পোর্টসে কাজ করা আগে তিনি বিবিসিতে ছিলেন।

২০ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে কাজ করেছেন আরও বিভিন্ন প্রতিষ্ঠানে। বাংলার পাশাপাশি স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষা জানেন দুই সন্তানের মা রেশমিন।

Exit mobile version