Site icon Jamuna Television

শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনেই থাকবেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর শ্রম আদালতে এ আবেদন করেছিল।

বৃহস্পতিবার (৬ জুলাই) শ্রম আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শেষে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জুলাই দিন নির্ধারণ করেন আদালত। ড. ইউনূসের পক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেয়ার আবেদন করা হয়। এদিন অন্য মামলার দুই আসামি শাহজাহান ও নূরজাহান বেগমের পক্ষে আদালতে হাজিরা থেকে অব্যহতির আবেদন করা হয়।

গেলো ৬ই জুন ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর ১১ জুন আবেদনের প্রেক্ষিতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয় ড. মুহম্মদ ইউনূসকে।

মামলার অভিযোগে বলা হয়, ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। একইসঙ্গে শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি।

/এমএন

Exit mobile version