Site icon Jamuna Television

বেনফিকায় ফিরে গেলেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

গত মাসে ফ্রি এজেন্ট হিসেবে য়্যুভেন্তাস ছেড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী উইঙ্গার আনহেল ডি মারিয়া। তার পর থেকে আর্জেন্টাইন তারকাকে নিয়ে ছিল নানামুখী গুঞ্জন। শোনা যাচ্ছিল সৌদি আরবের কোনও ক্লাবেও যেতে পারেন তিনি। কিন্তু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা দ্বিতীয় মেয়াদে বেনফিকায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পর্তুগিজ ক্লাবটি তার যোগ দেয়ার খবর নিশ্চিত করেছে। খবর গোল ডটকমের।

একটি ভিডিওতে বুধবার (৫ জুন) ডি মারিয়াকে দলে নেয়ার কথা জানায় বেনফিকা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে তারা বরণ করে নেয় এভাবে, ঘরে স্বাগত, ডি মারিয়া!

৩৫ বছর বয়সী উইঙ্গারের সঙ্গে বেনফিকার চুক্তি আপাতত ১ বছরের। ২০০৫ সালে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ত্রালের হয়ে ডি মারিয়ার পেশাদার ক্যারিয়ার শুরু। ২০০৭ সালে তিনি যোগ দেন বেনফিকায়। ২০০৯ সালে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হয় তার।

এরপর রিয়াল মাদ্রিদে ৫ মৌসুম, ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম এবং পিএসজিতে ৫ মৌসুম কাটিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

/আরআইএম

Exit mobile version