Site icon Jamuna Television

গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে নয়াদিল্লির আদালতে গোলাগুলি

চেম্বার ও গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে বাগবিতণ্ডার জেরে, ভারতের রাজধানী নয়াদিল্লির এক আদালতে গোলাগুলি করলেন আইনজীবীরা। খবর হিদুস্তান টাইমস’র।

দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার (৫ জুলাই) তিস হাজারি আদালত প্রাঙ্গণে হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আদালতের জায়গা ব্যবস্থাপনা নিয়ে বিবাদে জড়ান আইনজীবীদের দুটি পক্ষ। এ সময় জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন। পরে সেখানে অন্যান্য আইনজীবীরা উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরস্পরের দিকে ছোড়েন পাথর। পরিস্থিতি মোকাবেলায় হস্তক্ষেপ করে পুলিশ।

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সাগর সিং জানান, দুপুর দেড়টা নাগাদ হয় এই সংঘাত। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি বার কাউন্সিল। প্রতিশ্রুতি দিয়েছে সুষ্ঠু তদন্তের। ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এটিএম/

Exit mobile version