Site icon Jamuna Television

ঝিনাইদহে নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপার কালি নদীতে গোসল করতে নেমে সোহাগ হোসেন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ একই গ্রামের সাগর মোল্লার একমাত্র ছেলে এবং শৈলকুপা দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির সামনে কালি নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সোহাগ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত সোহাগের দাদা বাদশা মোল্লা জানান, গোসল করতে নেমে সে পানিতে ডুবে মারা গেছে।

শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান থানায় এখনও মামলা হয়নি।

এটিএম/

Exit mobile version