Site icon Jamuna Television

৫ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ

৫ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। দেশগুলো হলো, মালয়েশিয়া, ইতালি, মিশর, ভিয়েতনাম ও ইথিওপিয়া। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। আর ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে।

এছাড়া মো. নজরুল ইসলামকে ইথিওপিয়ায়, সামিনা নাজকে মিশরে, মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version