Site icon Jamuna Television

তামিমের বিদায়ের ঘোষণায় মুশফিকের আবেগী বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই বিদায়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। তার এই বিদায় মেনে নিতে পারেননি তার বহু ভক্ত অনুরাগী। তামিমের বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম।

নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন, একসাথে আমাদের অনেক স্মৃতি, অনেক অর্জন উদযাপন করেছি একসাথে। একসঙ্গে কঠিন সময়ও পার করেছি। এটা মেনে নেয়া খুবই কঠিন যে আমরা আর একই ড্রেসিংরুমে থাকব না, একসঙ্গে দেশের জয় উদযাপন করব না। তোমার কৃতিত্বের জন্য আমি গর্বিত। বাংলাদেশ ক্রিকেটের জন্য তুমি যা করেছো তার জন্য সাধুবাদ জানাই।

পোস্টে তামিমকে দেশের সেরা ব্যাটার বলেও অভিহিত করেছেন মুশফিক, বিদায়, আমার বন্ধু। আমার চোখে তুমি দেশের সেরা ব্যাটার। তোমাকে নিয়ে গর্বিত।

এটিএম/

Exit mobile version