Site icon Jamuna Television

মেটার নতুন অ্যাপ নিয়ে দ্বন্দ্ব, মামলা করতে চলেছে টুইটার!

প্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠান মেটা’র নতুন মাইক্রোব্লগিং অ্যাপ থ্রেডসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে টুইটার। একদিনেই থ্রেডসে ৩ কোটির বেশি নিবন্ধনের তথ্য প্রকাশ করা হয়েছে। স্পষ্টতই এই মাইক্রোব্লগিং অ্যাপ টুইটারের সরাসরি প্রতিদ্বন্দ্বি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে থ্রেডস নির্মাণে মেধাসত্ত্ব আইন লঙ্ঘন করা হয়েছে বলে দাবি টুইটার কর্তৃপক্ষের। খবর বিবিসির।

বিশ্বের শীর্ষ ধনকুবের এবং টুইটারের মালিক ইলন মাস্ক এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায় প্রতিযোগিতা ভালো, কিন্তু প্রতারণা নয়। মেটা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। আইনগতভাবে পাঠানো চিঠিতে মেটা জানিয়েছে, থ্রেডস প্রস্তুতকারকদের মধ্যে টুইটারের সাবেক কোনো কর্মকর্তা নেই।

মূলত, বৃহস্পতিবার (৬ জুলাই) এই অ্যাপ উদ্বোধনের পরই অনেকে জানান টুইটার এবং থ্রেডসের নিউজ ফিড এবং রিপোস্টিং সিস্টেম দেখতে প্রায় একইরকম। তারই সূত্র ধরে, মেটার সিইও মার্ক জাকারবার্গকে পাঠানো হয় লিগ্যাল নোটিস। যাতে উল্লেখ ছিল, ইচ্ছাকৃতভাবে কৌশল অবলম্বনের মাধ্যমে এবং বেআইনিভাবে টুইটারের বাণিজ্যিক তথ্য ব্যবহৃত হয়েছে থ্রেডস নির্মাণে। যা মেধাসত্ত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি অভিযোগ করা হয়, টুইটার থেকে ছাটাই হওয়া একদল কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে মেটা। তাদের দিয়েই তৈরি করা হয়েছে নতুন এই অ্যাপ। অবশ্য এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মেটা।

এসজেড/

Exit mobile version