Site icon Jamuna Television

তামিমের পরিবর্তে ওয়ানডে দলে রনি তালুকদার

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। তামিম ইকবালের হঠাৎ নেয়া অবসরের ঘোষণায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মূলত টি-টোয়েন্টি দলে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান রনি। পরবর্তীতে তামিমের আচমকা অবসরে ওয়ানডে দলের দুয়ার খুলে যায় এই ওপেনারের জন্য। টাইগারদের সবশেষ সিরিজেও দলের সাথে ছিলেন রনি তালুকদার। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ডানহাতি এই ব্যাটারের। তবে ১৪ বলে মাত্র ৪ রান করে একদিনের ক্রিকেটে সূচনাটা ভালো হয়নি তার।

এদিকে, তামিমের অনুপস্থিতিতে নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে সহ-অধিনায়ক লিটন দাসকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে আফগান সিরিজে।

/আরআইএম

Exit mobile version