Site icon Jamuna Television

অবিশ্বাস্য ডি লিডে; ১২ বছর পর বিশ্বকাপে নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

ইতিহাস গড়েছেন নেদারল্যান্ডের বাস ডি লিডে, তৃতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি। তার এমন অবিশ্বাস্য কীর্তিতে ১২ বছর পর বিশ্বকাপ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। স্কটল্যান্ডের স্বপ্ন ভেঙে ভারত বিশ্বকাপের টিকিট পেল ডাচরা।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিশ্বকাপ বাছাইয়ের অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। বুলাওয়েতে টস হেরে প্রথমে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটল্যান্ড। বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে ৪৪ ওভারে ২৭৮ রান টার্গেটের সমীকরণ পায় নেদারল্যান্ডস।

ছবি: সংগৃহীত

লিডের ১২৩ রানের সুবাদে ৪২.৫ ওভারেই ৬ উইকেটে ২৭৮ রান করে ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। বল হাতে ৫২ রানে ৫ উইকেট নেন লিডে। স্কটল্যান্ডের পক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১১০ বলে ১১টি চার ও ৩টি ছক্কার সহায়তায় ১০৬ রান করেন ব্রান্ডন ম্যাকমুলেন।

ছবি: সংগৃহীত

জবাবে ৭টি চার ও ৫টি ছক্কায় ৯২ বলে ১২৩ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে দেন লিডে। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন ম্যাচ সেরা হওয়া লিডে।

এই জয়ে শ্রীলংকার পর দ্বিতীয় ও শেষ দল হিসেবে বাছাই পর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত করলো নেদারল্যান্ডস। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।

৫ ম্যাচে ৬ করে পয়েন্ট নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের। তবে রান রেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেল নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের রান রেট ০.১৬০ এবং স্কটল্যান্ডের রান রেট ০.১০২।

/আরআইএম

Exit mobile version