Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের নিউজার্সি বন্দরে ভয়াবহ আগুন, নিহত ২, দগ্ধ আরও ৫

যুক্তরাষ্ট্রের নিউজার্সি সমুদ্রবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ফায়ার ব্রিগেডের দুই কর্মী। এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৫ জন। খবর রয়টার্সের।

নিউজার্সি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টা নাগাদ ছড়িয়ে পড়ে এ আগুন। ১০ নম্বর ডকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তেই পরবর্তী দুটি ডকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ইতালির পতাকাবাহী ‘গ্র্যান্দে কস্তা ডি-অ্যাভোরিও’ পণ্যবাহী জাহাজ। এই জাহাজ বহন করছিল ১২০০ নতুন এবং ব্যবহৃত গাড়ি। ছিল ১৫৭টি কন্টেইনারও।

অবশ্য জাহাজটির মধ্যে থাকা ২৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ। বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

এসজেড/

Exit mobile version