Site icon Jamuna Television

প্রলয়ঙ্কারী বন্যায় বিধ্বস্ত স্পেনের জারাগোজা (ভিডিও)

প্রলয়ঙ্কারী বন্যার কবলে স্পেনের উত্তরাঞ্চলীয় শহর জারাগোজা। একাধিক যানবাহন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। খবর ইউরো নিউজের।

দেশটির জরুরি বিভাগ জানায়, বন্যার পানিতে ডুবে গেছে রেললাইন। এতে বাতিল করা হয়েছে একটি ট্রেনের চলাচল। সেই ট্রেনে ছিলেন প্রায় ৫০০ আরোহী। পরে বিকল্প উপায়ে তারা গন্তব্যস্থলে পৌঁছান।

এছাড়া বন্যার পানির তোড়ে ভেসে গেছে বহু যানবাহন। ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এর ফলে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন শহরবাসী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত মঙ্গলবার থেকেই জারাগোজায় তুমুল বৃষ্টি হচ্ছে। প্রাণহানি এড়াতে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ।

এসজেড/

Exit mobile version