Site icon Jamuna Television

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহাদি গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মাহাদী হাসান জারিফকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম।

তিনি জানিয়েছে, গত তিন তারিখ ভুক্তভোগী ওই শিক্ষার্থী পরিবারের সাথে রাগ করে বের হয়। পরে ধানমন্ডি লেকের আশপাশে তার পরিচয় হয় বখাটে হিসেবে পরিচিত মাহাদির সাথে। একদিনের পরিচয়ে সন্ধ্যায় মাহাদি তাকে ধানমন্ডি ১৫ নম্বরের এএমএম টাওয়ারের ছাদে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

/এম ই

Exit mobile version