Site icon Jamuna Television

তামিম ভাই না থাকায় দলে প্রভাব পড়বে না: লিটন

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে হারার পরের দিনই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ কারণে আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস।

শুক্রবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণার কিছুক্ষণ পরই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন লিটন দাস। এসময় লিটন জানান, তামিমের অবসরের প্রভাব দলে পড়বে না। ইনজুরিতে থাকলে তামিমকে ছাড়াই খেলতে হতো বাংলাদেশ দলকে। ফলে দলের পরিবেশ আগের মতোই থাকবে বলে আশাবাদী লিটন।

তিনি সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। যদি কোনোভাবে ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।

শনিবার (৮ জুলাই) বেলা দুপুর ২ টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

/আরআইএম

Exit mobile version