Site icon Jamuna Television

ভোটের পরিবেশ নষ্ট করে ক্ষমতাসীনদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে বিএনপি: আরাফাত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

বিএনপি-জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করে ক্ষমতাসীন দলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে; এমন অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার (৭ জুলাই) সকালে মহাখালীর সাততলা বস্তি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

প্রচারণার শুরুতে ভোটারদের উদ্দেশে আরাফাত বলেন, বিএনপি-জামায়াত দৃশ্যমান নির্বাচনে না থাকলেও ষড়যন্ত্রে লিপ্ত। ঢাকা-১৭’র প্রয়াত সংসদ সদস্য দীর্ঘদিন অসুস্থ থাকায় অনেক উন্নয়ন কাজ সম্ভব হয়নি। স্বল্প সময়ের জন্য হলেও তিনি সেসব পূরণের চেষ্টা করবেন। আরাফাত বলেন, এমপি হতে নয়, জনগণের আশা-আশাঙ্ক্ষার সমাধানের জন্যই তিনি নির্বাচনের মাঠে এসেছেন। বক্তব্যের পর ঢাকা-১৭ আসনের বাসিন্দাদের কাছে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান ক্ষমতাসীন দলের এই প্রার্থী।

মোহাম্মদ এ আরাফাত বলেন, তারা ভোটের পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের দুষ্টামি করার চেষ্টা করবে যেমনটি তারা করেছে। সেই ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে। আপনারা সাবধান থাকবেন। পরিবেশ সুন্দর রাখবেন। শান্তিপূর্ণ রাখবেন। কেবল ভোটারের কাছ থেকে ভোট নিয়ে আসার মাধ্যমে নৌকায় ভোটের বন্যা বইয়ে দিবো আমরা।

/এম ই

Exit mobile version