Site icon Jamuna Television

পাবনায় ট্রেনের ধাক্কায় নিহত ১

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় আব্দুল করিম নামে একজন নিহত ও লিখন হোসেন নামের অপর একজন আহত হয়েছে। তারা সর্ম্পকে দুই ভাই।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুই ভাই আব্দুল করিম ও লিখন হোসেন ঈঞ্জিন চালিত ছোট ট্রাকে (স্থানীয়ভাবে বানানো) চাটমোহরের প্রভাকরপাড়া এলাকায় বালু সরবরাহ করতে যান। দুপুরে ফেরার পথে প্রভাকরপাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে দুই ভাই আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যায়। অবস্থার অবনতি হলে লিখনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান সরকার জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

এটিএম/

Exit mobile version