Site icon Jamuna Television

মা হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মা হারালেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুম্বাইয়ে অভিনেতার সঙ্গেই থাকতেন তার মা শান্তি রানী চক্রবর্তী। শুক্রবার (৭ জুলাই) সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ডিএনএ ইন্ডিয়ার।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ৩ বছর আগে কিডনি ফেইলের কারণে বাবাকে হারান মিঠুন।

৯৫ বছর বয়সী শান্তি রানী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন শোবিজের অনেকেই। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষসহ রাজনৈতিক নেতারাও শোক প্রকাশ করেছেন।

এটিএম/

Exit mobile version