Site icon Jamuna Television

জাপানি সি ফুড আমদানিতে চীনের নিষেধাজ্ঞা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সম্প্রতি, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সমুদ্রে ছাড়ার সিদ্ধান্তের পরই এমন ঘোষণা দিলো বেইজিং। খবর রয়টার্সের।

শুক্রবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এক যুগের বেশি সময় ধরে ফুকুশিমা পারমাণবিক চুল্লি থেকে নিঃসরিত পানি জমা করে রেখেছিল জাপান কর্তৃপক্ষ। সম্প্রতি ওই পানি সাগরে ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয় জাপান। এরপর থেকেই এ ইস্যুতে চলছে বিতর্ক।

চীনসহ জাপানের বিভিন্ন প্রতিবেশি দেশের অভিযোগ, এর ফলে তেজস্ক্রিয়তা ছড়াবে পুরো সমুদ্রসীমায়। তারই ধারাবাহিকতায় জাপানের সামুদ্রিক খাবার আমদানিতে এ নিষেধাজ্ঞা আরোপ করলো বেইজিং।

তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আইএইএ বলছে, বৈশ্বিক মানদণ্ড বজায় রেখেই এ কাজ করছে জাপান।

/এসএইচ

Exit mobile version