Site icon Jamuna Television

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১২

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা এলাকায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে তিনজন এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় এক নারী ও বাসাইলে এক শিশু নিহত হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া জানান, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে রওনা হওয়া পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা আরেকটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে পিকআপে থাকা যাত্রীরা আহত নয়। পরেন স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এদিকে, একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত বাসের চাপায় এক নারী ও বাসাইলে মোটর সাইকেলের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়। 

/এসএইচ

Exit mobile version