Site icon Jamuna Television

পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় নিহত বেড়ে ৫৫

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি

পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশ। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে এ বন্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। খবর জিও নিউজের।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) নারী ও শিশুসহ আরও ১৮ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাবে। প্রদেশটির গুজরানওয়ালা, চাকওয়াল এবং শেখুপুরায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্র।

অন্যদিকে, বেলুচিস্তানের বন্যা পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সিবি, কালাত, ঝাবসহ ৯ জেলায়। পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভূমিধসে বন্ধ হয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ মহাসড়ক। ফলে কঠিন হয়ে উঠেছে উদ্ধার অভিযান।

/এসএইচ

Exit mobile version