Site icon Jamuna Television

মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার

ছবি: সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে নেদারল্যান্ডস, ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারকে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাচ কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন ফন ডার সার। অসুস্থ হয়ে পড়লে ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষককে সেই দেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বস্তির খবর দিয়েছে আয়াক্স। ডাচ ফুটবলের শীর্ষ লিগ ইরেদিভিসির ক্লাবটি জানিয়েছে, ফন ডার সার এখন শঙ্কামুক্ত। ক্লাবটি জানিয়েছে, আয়াক্সের সবাই এডউইনের দ্রুত আরোগ্য কামনা করছে।

আয়াক্স ডাচ লিগের গত মৌসুম শেষ করে তৃতীয় স্থানে থেকে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। ২০০৯ সালের পর এবারই ইউরোপের ক্লাব যুদ্ধে দেখা যাবে না আয়াক্সকে। এই ব্যর্থতার দায় নিয়ে গত মে মাসে ফন ডার সার ক্লাবটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।

২০১১ সালে ইউনাইটেড থেকে বুটজোড়া তোলে রাখেন ফন ডার সার। ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দেন তিনি। এর পাঁচ বছর পর ক্লাবটির প্রধান নির্বাহী হোন। ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন ফন ডার সার। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এই কিংবদন্তি গোলরক্ষক প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন য়্যুভেন্তাসের হয়ে।

/আরআইএম

Exit mobile version