Site icon Jamuna Television

সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে হেরে ইতোমধ্যে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনেই আজ (৮ জুলাই) মাঠে নামবে টাইগাররা। তবে তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। টাইগারদের জন্য এ ম্যাচ বাঁচা-মরার লড়াইও বটে। কারণ দ্বিতীয় ম্যাচ হারলে সিরিজ ফসকে যাবে বাংলাদেশের হাত থেকে। এ জন্যই টাইগারদের লক্ষ্য এখন একটিই- ম্যাচ জয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (৮ জুলাই) দুপুর দু’টায়। এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন দেখা যাবে। নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় তার জায়গায় একাদশে দেখা যাবে নতুন কোনো ওপেনারকে। সে ক্ষেত্রে তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। এ ছাড়া আগে থেকেই দলে ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন নাঈম শেখ। অবশ্য তামিমের বদলি হিসেবে ওপেনার নাঈম শেখের খেলার সম্ভাবনাই বেশি। এ ছাড়া আগের ম্যাচের বাকি সদস্যদেরও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

ছবি: সংগৃহীত

আগের ম্যাচে খুব বেশি বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। লড়াই করে পঞ্চাশ ছুঁয়েছেন কেবল তাওহিদ হৃদয়। ফলে বিষয়টা নিয়ে বেশ ভাবনায় রয়েছে টাইগার ম্যানেজমেন্ট।

সাধারণত কোনো দল জয় পেলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশ ভাঙতে চায় না। সেই হিসাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানের জয় পাওয়া আফগানিস্তান আজ দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ/ রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আফগানিস্তান দলের সম্ভাব্য একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, মোহাম্মদ সালিম।

/আরআইএম

Exit mobile version