Site icon Jamuna Television

ব্রডের ‘প্রিয়’ শিকার ওয়ার্নার: ১৭+…(চলতে পারে)

ছবি: সংগৃহীত

এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে খেলা অনিশ্চিত ছিল স্টুয়ার্ট ব্রড ও ডেভিড ওয়ার্নার-দুইজনেরই। শেষে মার্ক উডের স্থলে নির্বাচকরা আস্থা রাখেন ব্রডের উপর। ওয়ার্নারও জায়গা পান অজি একাদশে। এরপর ঘটেছে অনুমিত ঘটনাই, ব্রড ভুল করেননি তার প্রিয় শিকারকে বধ করতে। এমনকি, চলতি হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ওয়ার্নারকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন ব্রড। এই নিয়ে ক্যারিয়ারে ১৭ বার ব্রডের কাছে উইকেট হারিয়েছেন ওয়ার্নার। এই সংখ্যা চলতি অ্যাশেজেই আরও বাড়ার সকল সম্ভাবনাই দেখা যাচ্ছে।

২০১৩ সালে প্রথম ব্রডের শিকার হন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই শুরু। এখন পর্যন্ত ব্রডের কাছে ১৭ বার ধরাশায়ী হয়েছেন তিনি। কোনোক্রমেই যেন ব্রড রহস্যের সমাধান খুঁজে পাচ্ছেন না ওয়ার্নার। নতুন বলে ব্রডের রাউন্ড দ্য উইকেটে করা ডেলিভারিগুলোর যেন কোনো জবাবই যেন জানা নেই ওয়ার্নারের! ফুল লেন্থ ও গুড লেন্থে করা বলগুলো ফোর্থ/ফিফথ স্ট্যাম্প চ্যানেলে হলে স্লিপ কর্ডনেই বেশিরভাগ সময় বেজে ওঠে ওয়ার্নারের বিদায়ঘণ্টা। আর, ভেতরে ঢুকে যাওয়া বলে ওয়ার্নার এলবিডব্লিউ কিংবা বোল্ডও হয়েছেন বেশ কয়েকবার।

টেস্ট ‘বানি’র তালিকায় এই দুইজনের উপর আছেন কেবল আরও দুই ‘জোড়া’। ১৯ বার গ্লেন ম্যাকগ্রার শিকার হয়ে শীর্ষে আছেন মাইক আথারটন। আর, অ্যালেক বেডসারের কাছে ১৮ বার আউট হয়েছেন আর্থার মরিস। মজার বিষয়, এই তালিকায় শীর্ষ পাঁচের তিনবারই আছে আথারটনের নাম। ক্যারিবিয়ান গ্রেট কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোসের কাছে সমান ১৭ বার ধরাশায়ী হন এই ইংলিশ ওপেনার।

/এম ই

Exit mobile version