Site icon Jamuna Television

ভাঁজ করার সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন আনছে স্যামসাং

চলতি বছরেই ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছিল মোবাইল ফোন নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাং। তবে বরাবরই ফোনের ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে স্যামসাং। অবশেষে ফোনটি রিলিজের তারিখ জানালো কোম্পানিটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আগামী ২৬ জুলাই সকাল ৭টা বা বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৫টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন ফোনটি উন্মুক্ত করা হবে। গত মাসেই স্যামসাং ঘোষণা দিয়েছিল খুব সম্প্রতি তারা ভাঁজ যোগ্য ফোনের নতুন জেনারেশন আনবে অথবা গ্যালাক্সি জেড ফোল্ড বা গ্যালাক্সি জেড ফ্লিপের একটি নতুন সংস্করণ আনবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নতুন মডেল অর্থাৎ জেড ফোল্ড-৫ হবে ক্লোজ ফ্ল্যাট আর জেড ফ্লিপ-৫ এর বড় পরিবর্তন হলো বড় আকৃতির ফ্রন্ট-ফেসিং কাভার ডিসপ্লে।

২৬ জুলাই প্রি অর্ডার করতে ৫০ ডলার রিজার্ভেশন ক্রেডিটের ব্যবস্থা করেছে স্যামসাং। প্রমোশনের এই সুবিধাটি নিতে চাইলে ক্রেতাকে স্যামসাংয়ের ওয়েবসাইটে গিয়ে নাম আর ই-মেইল ঠিকানা দিতে হবে।

এটিএম/

Exit mobile version