Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; একাদশে দুই পরিবর্তন

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিম ইকবালের পরিবর্তে টাইগারদের একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম। এছাড়াও তাসকিন আহমেদের জায়গায় খেলবেন এবাদত হোসেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (৮ জুলাই) বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে হারের পর আজ টাইগারদের সামনে বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে জয় ছাড়া কোনো বিকল্প নেই হাথুরুসিংহের শিষ্যদের। কারণ এই ম্যাচে আফগানদের কাছে হারলে সিরিজ খোঁয়াতে হবে টাইগারদের।

২০১৪ সালের নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ড বাদে অন্য কোনো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ওয়ানডে সিরিজ হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে যদি বাংলাদেশ হোঁচট খায় তা হলে ইতিহাসে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ পাবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মাদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, মোহাম্মদ সালিম।

/আরআইএম

Exit mobile version