Site icon Jamuna Television

প্রথমবারের মতো এশিয়ান গেমস ক্রিকেটে ভারত!

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান গেমস খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চীনের হাংঝুতে হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসে ভারতের অংশ নেয়ার খবর নিশ্চিত করেছে বিসিসিআই সচিব জয় শাহ।

এর আগে এশিয়ান গেমসে দুইবার ক্রিকেট ইভেন্ট রাখা হলেও সেগুলোতে অংশ নেয়নি ভারত। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৮ অক্টোবর। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কারণে এশিয়ান গেমসে থাকবে না মূল দলের কেউ। তাই কোহলি-রোহিতদেরও এই টুর্নামেন্টে দেখা যাবে না বলে জানিয়েছেন জয় শাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, আমরা এশিয়ান গেমসে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণে অনুমোদন দিয়েছে।

১৯৫১ সালে শুরু হওয়ার পর এটি হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। ২০১০ ও ২০১৪ সালে ছিল ক্রিকেট ইভেন্ট। ২০১০ সালের আসরে ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। ২০১৪ সালে ছেলেদের ইভেন্টে শ্রীলঙ্কা সোনা জিতেছিল। পাকিস্তান উভয় আসরে নারীদের ইভেন্টের সোনা ঘরে তুলেছিল।

/আরআইএম

Exit mobile version