Site icon Jamuna Television

আজ একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ, বাংলাদেশে কখন?

আজকের দিনেই পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ একই সাথে সূর্যের আলোর দেখা পাবে। এই দিনে প্রায় ৮ বিলিয়নের মতো মানুষ এ আলো উপভোগ করতে পারবেন। তবে জায়গা ভেদে আলোর উজ্জ্বলতার তারতম্য হতে পারে। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক।

ইস্টার্ন সময় অনুযায়ী শনিবার (৮ জুলাই) সকাল ৭টায় পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ এক সাথে আলোর দেখা পাবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা, লন্ডন সময় দুপুর ১২টা ও নিউইয়র্ক সময় সকাল ৭টায় এই আলো পাওয়া যাবে।

এছাড়া উত্তর, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ মানুষ এ সূর্যালোক দেখতে পাবেন। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অন্ধকার থাকবে।

এর আগে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। এরপর নরওয়ে ভিত্তিক একটি ওয়েবসাইট এই সময়ের সত্যতা খুঁজে পায়।

তবে এ ঘটনা ততোটা বিরল নয় যতোটা আপনি মনে করছেন। কারণ পৃথিবীর ৯০ শতাংশ মানুষ উত্তর গোলার্ধে বাস করে। ফলে সময় গণনা করে দেখা গেছে, মে থেকে জুলাই মাস পর্যন্ত এ অঞ্চলে কিছুটা সময়ের জন্য হলেও একই রকমের আলো পেয়ে থাকে।

এটিএম/

Exit mobile version