Site icon Jamuna Television

জাপান গার্ডেন সিটিতে ‘মশার চাষ’, ৫ লাখ টাকা জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ অভিযানে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এডিস মশার চাষ করছে জাপান গার্ডেন সিটি। বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, এডিস মশার লার্ভা পাবার কারণে জাপান গার্ডেন সিটির কর্তৃপক্ষকে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের জেল।

এ সময় জরিমানার টাকা দিতে অপারগতা জানালে জাপান গার্ডেন সিটি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে আটক করে পুলিশ। অভিযানে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ২৩টি বিল্ডিংয়ের নিচের যে অবস্থা তাতে নিজেরাই বুঝতে পারছি, জাপান গার্ডেনে মশার চাষ হচ্ছে।

তবে, এর দায় নিতে নারাজ জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। উল্টো তারা দোষারোপ করেছেন সিটি করপোরেশনকে। বলেছেন, সিটি করপোরেশন থেকে কোনো সহায়তা পান না তারা।

/এম ই

Exit mobile version