Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৪ এ আমিরুল ইসলাম নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার (৮ জুলাই) ভোর পৌনে পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কারা সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই কয়েদি কারগারের ভেতরে গায়ের চাদর ছিঁড়ে ভেন্টিলেটরের সাথে লাগিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনা সেখানকার অন্য কয়েদিরা দেখে ফেলে। পরে তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে যায় কারাগার কর্তৃপক্ষ। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মারা যাওয়া কয়েদি ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা কারাগার থেকে কাশিমপুর কারগারে আসেন৷ তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা আছে। ওই মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। মৃত্যুর পর তার স্বজনদের খবর দেয়া হয়। পরে, কারাবিধি অনুসারে অন্যান্য প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version