Site icon Jamuna Television

গাছ কাটা বন্ধে কঠোর শাস্তি দাবি পরিবেশবিদদের

গাছ কাটার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা ও কৌশলপত্র প্রণয়ন এবং বৃক্ষ নিধন বন্ধে আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বৃক্ষ নিধনের পরিবেশগত প্রভাব নিয়ে শনিবার (৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। ফুটপাত পুনঃবিন্যাস, বৃক্ষ সংরক্ষণ, রোপন ও গাছের গোড়া ব্যবস্থাপনাসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় এ সময়।

পরিবেশবিদ সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এলাকাভিত্তিক বৃক্ষরোপনের প্রকল্প হাতে নিয়ে সেই এলাকার বাসিন্দাদেরই রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে।

/এমএন

Exit mobile version