Site icon Jamuna Television

জাফলংয়ে ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, ৩৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি:

সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৩৯ ঘণ্টা পর আরশ আহমেদ (১৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে জাফলং ট্যুরিস্ট পুলিশ।

আরশ আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্টে বাবার সাথে গোসল করতে নামেন আরশ। সাঁতার না জানায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করতে এগিয়ে যান। এক পর্যায়ে বাবাকে উদ্ধার করা গেলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়।

/এএম

Exit mobile version