Site icon Jamuna Television

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: ব্যানার-ফেস্টুন নষ্টের অভিযোগ জাপা প্রার্থীর

নির্বাচনী প্রচারণার সরঞ্জাম নষ্ট করার অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান।

শনিবার (৮ জুন) বিকেলে রাজধানীর ভাষানটেক টেম্পো স্ট্যান্ডে গণসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সমর্থকদের অন্য দলের ব্যানার-পোস্টার না ছেঁড়ার আহ্বান জানান আনিসুর রহমান।

জাপার এই প্রার্থী বলেন, সবারই প্রচারণার অধিকার আছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নির্ভর করে তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগ পর্যন্ত পরিস্থিতির ওপর।

জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে জানান। আনিসুর রহমান বলেন, নির্বাচনে জয়লাভ করলে ভাষানটেক এলাকার বস্তিবাসীর পুনর্বাসন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে।

/এমএন

Exit mobile version