Site icon Jamuna Television

কার্যালয় ছাড়তে গণঅধিকার পরিষদকে ভবন কর্তৃপক্ষের নোটিশ

গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে দলের সদস্য সচিব নুরুল হক নুরকে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। আগামীকাল রোববারের (৯ জুলাই) মধ্যে কার্যালয় ছাড়তে বলা হয়েছে ওই নোটিশে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে নুরুল হক নুর বরাবর এ নোটিশ পাঠানো হয়। ভবন কর্তৃপক্ষের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।

ভবনের ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণঅধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

/এমএন

Exit mobile version