
ফরচুন বরিশালের ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পরবর্তী আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল।
শনিবার (৮ জুলাই) আইকন ক্রিকেটার হিসেবে তামিমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তবে আগামী দুই বছরের জন্য সাকিবের সঙ্গে চুক্তি করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। ফলে সে যায়গায় আরেক তারকা ক্রিকেটার তামিমের সঙ্গে চুক্তি করেছে বরিশাল।
আগামী বছরের ফেব্রুয়ারিতে গড়ানোর কথা রয়েছে বিপিএলের পরবর্তী আসর।
/এসএইচ



Leave a reply