Site icon Jamuna Television

রাজশাহীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

পাপ্পু। ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই রোগীর নাম পাপ্পু (২৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামের সাহেব আলীর ছেলে। মৃত পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তার স্বামী মুন্সীগঞ্জে পল্লি বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। ঈদের দু’দিন আগে সেখানেই জ্বর হয়। জ্বর নিয়ে তিনি ঈদের পরের দিন বাড়িতে আসেন। তারপর গত ২ জুলাই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, গত ২ জুলাই পাপ্পুকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে গত ৪ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে মারা যায়।

পরিচালক আরও জানান, গত জুন মাস থেকে এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি মৌসুমে চিকিৎসা নিতে হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।

এএআর/

Exit mobile version