Site icon Jamuna Television

ইউক্রেনের লিম্যানে একাধিক রুশ হামলায় মৃত্যু ৮

ইউক্রেনের লিম্যানে রুশ বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে আট জনের। আহত হয়েছে আরও ১৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। খবর রয়টার্স।

এক বিবৃতিতে জানায়, একাধিক রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে দোনেৎস্কের পূর্বাঞ্চলীয় শহরটির আবাসিক এলাকায়। আগুন ধরে যায় একটি বাড়ি, একটি দোকান ও তিনটি গাড়িতে। গোলাবর্ষণ করা হয় আরও ১০টি শহর ও গ্রামে। তবে রুশ বাহিনীর অগ্রসরের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি কিয়েভের। দোনেৎস্কের রেল যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র লিম্যান। শুরুতে মস্কো শহরটি দখলে নিলেও গত অক্টোবরে পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী।

গেল বৃহস্পতিবার লভিভে রাশিয়ার রকেট হামলায় মারা যায় ১০ জন। আহত হয় ৪০ জন। এর আগে মাসে দোনেৎস্ক ও জাপোরিঝিয়ায় পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। তবে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলার বিপরীতে খুব ধীরে অগ্রসর হচ্ছে কিয়েভ সেনারা।

এটিএম/

Exit mobile version