Site icon Jamuna Television

চুল কাটিয়ে টাকা দেননি, ক্যারির বিরুদ্ধে নাপিতের অভিযোগ

ছবি: সংগৃহীত

লিডসের এক নাপিত দাবি করেছেন, তার কাছে চুল কাটিয়ে টাকা না দিয়ে চলে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

লর্ডস টেস্টে দারুণ বিচক্ষণতায় জনি বেয়ারস্টোকে স্টাম্পিং করে ইংলিশদের কাছে ‘নাম্বার ওয়ান ভিলেন’ বনে গেছেন অজি কিপার অ্যালেক্স ক্যারি। এবার সেই ক্যারির বিরুদ্ধে ইংলিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ তুলেছেন গুরুতর এক অভিযোগ। হেডিংলিতে চলমান টেস্ট শুরুর আগে লিডসের একটি সেলুনে চুল কেটে টাকা না দিয়ে নাকি চলে গেছেন এই অস্ট্রেলিয়ান। ওই নাপিতের নাম অ্যাডাম মাহমুদ। তিনি নাকি ক্যারিকে টাকা পরিশোধের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছেন।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকও দাবি করেছেন ঘটনা সত্য। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। আর অজি তারকা স্টিভেন স্মিথের দাবি, ইংল্যান্ডে আসার পর থেকে চুলই কাটাননি ক্যারি।

/এম ই

Exit mobile version