Site icon Jamuna Television

বরগুনায় রহস্যজনক মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় কলেজ ব্রাঞ্চরোডে মো. সাইফুল ইসলাম স্বপন নামের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন ঐ এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

রোববার (৯ জুলাই) সকাল ১০টায় স্থানীয়রা স্বপনের মরদেহ নিজ ভবনের পেছনে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ নিয়ে বরগুনা জেলা পুলিশ সুপার জানান, ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

এএম/এসজেড/

Exit mobile version