Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত চীন

বন্যা আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত চীনের একাংশ। দেশটির জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এমন বৈরী আবহাওয়া চলবে মাসজুড়ে। ফলে বন্যার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির গণমাধ্যমের তথ্য অনুসারে, হুবেই প্রদেশে ভারী বর্ষণের পর ভয়াবহ ভূমিধস হয়। যাতে একটি নির্মাণাধীন ভবন ধসে চাপা পড়েন অনেকে। পাঁচ শ্রমিককে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন। তাদের সন্ধানে চলছে ব্যাপক তল্লাশি।

এরই মধ্যে চীনের উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। পানিতে তলিয়ে গেছে ৯০ লাখ বর্গ কিলোমিটার এলাকা।

আবহাওয়াবিদরা বলছেন, আশঙ্কাজনকহারে তাপমাত্রা বাড়তে থাকায় বৈরী আবহাওয়া দেখছে চীন। রাজধানী বেইজিংয়ে টানা ৯ দিন ধরে অনুভূত হচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা ৬২ বছরের মধ্যে রেকর্ড।

এসজেড/

Exit mobile version