Site icon Jamuna Television

২৮ সপ্তাহে গড়ালো ইসরায়েলের বিচার বিভাগীয় সংস্কার বিরোধী আন্দোলন

ইসরায়েলে ২৮তম সপ্তাহের মতো বিচার বিভাগীয় সংস্কার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন শতশত আন্দোলনকারী। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় বিপুল সংখ্যক মানুষ যোগ দেন তেল আবিবের বিক্ষোভ কর্মসূচিতে। প্রত্যেকেই স্লোগান তোলেন বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে। খবর টাইমস অব ইসরায়েলের।

এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলের প্রধান দুটি গণমাধ্যম এন-টুয়েলভ এবং চ্যানেল-থারটিন। সেখানে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর পুলিশ কমিশনারকে বরখাস্ত করার ঘটনায় বেশি ক্ষুব্ধ ছিলেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দমনপীড়নে রাজি না হওয়ায় ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে সৎ ঐ কর্মকর্তাকে।

সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসে পার্লামেন্ট আগামী সপ্তাহে রাখবে একটি ভোটাভুটি। সেটি পাস হলে সরকার-মন্ত্রী বা আমলাদের গৃহীত সিন্ধান্তের ওপর হস্তক্ষেপের এখতিয়ার হারাবেন আদালত। ক্ষুব্ধ ইসরায়েলিদের অভিযোগ, এতে কাজের স্বাধীনতা হারাতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। আর একচেটিয়াভাবে যা ইচ্ছা তাই করতে পারবে সরকার।

এসজেড/

Exit mobile version